Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

 

ক্র নং              সেবার নাম                              সেবার উদ্দেশ্য                            সেবা প্রদানের প্রদ্ধতি                     সময়সীমা
দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ জনগোষ্টিকে দুর্যোগের ঝুুঁকিহ্রাস করণ এবং দুর্যোগে আক্রান্ত জনসাধারণকে উদ্ধার ও মানবিক সহায়তা করণ।  স্বাভাবিক সময়ে স্থানীয় পর্যায়ের সকল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমূহ হালনাগাদ ও সক্রিয় করণ ও
জনসাধারনের সচেতনতার জন্য মহড়ার আয়োজন করণ। দুর্যোগ কালীন সময়ে ফায়ার সার্ভিস ও সেচ্ছাসেবী সংঘটনএর মাধ্যমে       উদ্ধার ও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান  এবং পুনর্বাসন করন।
বছরের সব সময়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি ( টিআর) ধর্মীয়/শিক্ষা/জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান উন্নয়ন
গ্রামীণ রাস্তায় ছোট ছোট কালভার্ট নির্মাণ মাটির রাস্তা সমূহ মেরামত , বজ্রনিরোধক দন্ড স্থাপন , সিসি ক্যামেরা স্থাপন , গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণসহ এলাকারউন্নয়নএর মাধ্যমে কর্মহীন সময়ে দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি।

অর্থ বছর অনুযায়ী নির্বাচনী এলাকা ভিত্তিক , উপজেলা পরিষদওয়ারী , পৌরসভাওয়ারী , বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হয়ে প্রাপ্ত বরাদ্দ সংসদ সদস্যগণের অভিপ্রায় অনুযায়ী 

প্রাপ্ত তালিকা ও  ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত তালিকা উপজেলা পরিষদ হতে           অনুমোদিত হয়ে জেলা কর্ণধার কমিটিতে চুড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন পরিপত্র মোতাবেক অর্থ ও খাদ্যশস্য ছাড় করণ।


জুলাই হতে জুন
সামাজিক নিরাপত্তা কর্মসূচি ( কাবিখা/কাবিটা)
গ্রামীণ অবকাঠামো সংস্কার , মাটির রাস্তা তৈরী করণ, ইটের সোলিং করণ, এইচবিবি করণ , বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট করণ এর মাধ্যমে কর্মহীন সময়ে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরপত্তা ও বাজারদর নিয়ন্ত্রণ ।
অর্থ বছর অনুযায়ী নির্বাচনী এলাকা ভিত্তিক , উপজেলা পরিষদওয়ারী  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে দুর্যোগ ব্যবস্থাপনা 
অধিদপ্তর হয়ে প্রাপ্ত বরাদ্দ সংসদ সদস্যগণের
 অভিপ্রায় অনুযায়ী 

প্রাপ্ত তালিকা ও  ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত তালিকা উপজেলা পরিষদ হতে           অনুমোদিত হয়ে জেলা কর্ণধার কমিটিতে চুড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন পরিপত্র মোতাবেক অর্থ ও খাদ্যশস্য ছাড় করণ।


জুলাই হতে জুন
ভিজিএফ দু:স্থ ও অতিদরিদ্র জনগোষ্টির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ। দুই ঈদে ও দুর্যোগ পরবর্তী সময়ে ইউনিয়ন
 পরিষদের মাধ্যমে মাসিক ১০-৩০ কেজি হারে।
প্রয়োজন অনুযায়ী।
জিআর (চাল)   দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের তাৎক্ষণিক সাহায্য ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও এতিমখানায় ছাত্রছাত্রীদের আহার্যের জন্য।  যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন। প্রয়োজন অনুযায়ী।
জিআর (নগদ) দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের তাৎক্ষণিক সাহায্য
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।
প্রয়োজন অনুযায়ী।
শীত বস্ত্র অতি দরিদ্র জনগোষ্টির শীতের কষ্ট লাগব করা। ইউনিয়য়ন পরিষদের মাধ্যমে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।
শীত মৌসম।
ঢেউটিন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের পুনর্বাসন
ইউনিয়য়ন পরিষদের মাধ্যমে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।

প্রয়োজন অনুযায়ী।




 

ছবি