ক্র নং | সেবার নাম | সেবার উদ্দেশ্য | সেবা প্রদানের প্রদ্ধতি | সময়সীমা |
১ | দুর্যোগ ব্যবস্থাপনা | ঝুঁকিপূর্ণ জনগোষ্টিকে দুর্যোগের ঝুুঁকিহ্রাস করণ এবং দুর্যোগে আক্রান্ত জনসাধারণকে উদ্ধার ও মানবিক সহায়তা করণ। | স্বাভাবিক সময়ে স্থানীয় পর্যায়ের সকল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমূহ হালনাগাদ ও সক্রিয় করণ ও
জনসাধারনের সচেতনতার জন্য মহড়ার আয়োজন করণ। দুর্যোগ কালীন সময়ে ফায়ার সার্ভিস ও সেচ্ছাসেবী সংঘটনএর মাধ্যমে উদ্ধার ও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্বাসন করন। |
বছরের সব সময়। |
২ | সামাজিক নিরাপত্তা কর্মসূচি ( টিআর) | ধর্মীয়/শিক্ষা/জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান উন্নয়ন
গ্রামীণ রাস্তায় ছোট ছোট কালভার্ট নির্মাণ মাটির রাস্তা সমূহ মেরামত , বজ্রনিরোধক দন্ড স্থাপন , সিসি ক্যামেরা স্থাপন , গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণসহ এলাকারউন্নয়নএর মাধ্যমে কর্মহীন সময়ে দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি। |
অর্থ বছর অনুযায়ী নির্বাচনী এলাকা ভিত্তিক , উপজেলা পরিষদওয়ারী , পৌরসভাওয়ারী , বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হয়ে প্রাপ্ত বরাদ্দ সংসদ সদস্যগণের অভিপ্রায় অনুযায়ী
প্রাপ্ত তালিকা ও ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত তালিকা উপজেলা পরিষদ হতে অনুমোদিত হয়ে জেলা কর্ণধার কমিটিতে চুড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন পরিপত্র মোতাবেক অর্থ ও খাদ্যশস্য ছাড় করণ।
|
জুলাই হতে জুন |
৩ | সামাজিক নিরাপত্তা কর্মসূচি ( কাবিখা/কাবিটা)
|
গ্রামীণ অবকাঠামো সংস্কার , মাটির রাস্তা তৈরী করণ, ইটের সোলিং করণ, এইচবিবি করণ , বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট করণ এর মাধ্যমে কর্মহীন সময়ে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরপত্তা ও বাজারদর নিয়ন্ত্রণ । |
অর্থ বছর অনুযায়ী নির্বাচনী এলাকা ভিত্তিক , উপজেলা পরিষদওয়ারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তর হয়ে প্রাপ্ত বরাদ্দ সংসদ সদস্যগণের
অভিপ্রায় অনুযায়ী
প্রাপ্ত তালিকা ও ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত তালিকা উপজেলা পরিষদ হতে অনুমোদিত হয়ে জেলা কর্ণধার কমিটিতে চুড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়ন পরিপত্র মোতাবেক অর্থ ও খাদ্যশস্য ছাড় করণ। |
জুলাই হতে জুন |
৪ | ভিজিএফ | দু:স্থ ও অতিদরিদ্র জনগোষ্টির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ। | দুই ঈদে ও দুর্যোগ পরবর্তী সময়ে ইউনিয়ন
পরিষদের মাধ্যমে মাসিক ১০-৩০ কেজি হারে। |
প্রয়োজন অনুযায়ী। |
৫ | জিআর (চাল) | দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের তাৎক্ষণিক সাহায্য ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও এতিমখানায় ছাত্রছাত্রীদের আহার্যের জন্য। | যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন। | প্রয়োজন অনুযায়ী।
|
৬ | জিআর (নগদ) | দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের তাৎক্ষণিক সাহায্য
|
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।
|
প্রয়োজন অনুযায়ী।
|
৭ | শীত বস্ত্র | অতি দরিদ্র জনগোষ্টির শীতের কষ্ট লাগব করা। | ইউনিয়য়ন পরিষদের মাধ্যমে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।
|
শীত মৌসম।
|
৮ | ঢেউটিন | দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবারের পুনর্বাসন
|
ইউনিয়য়ন পরিষদের মাধ্যমে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর প্রাপ্ত আবেদন।
|
প্রয়োজন অনুযায়ী।
|
৯ |
|
|
|
|
ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস